‘অপারেশন সিঁদুরের’ বদলা নিতে হরিয়ানার সিরসা শহরকে নিশানা করে পাকিস্তান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। নিস্ক্রিয় করতে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। আকাশসীমা প্রতিরোধী ব্যবস্থা পাক ক্ষেপণাস্ত্রকে সিরসার আকাশে ধ্বংস করে। ধ্বংসাবশেষ গিয়ে পড়ে খাজা খেরা গ্রামের জমিতে। জায়গাটি সিরসা বায়ুসেনা ঘাঁটির খুব কাছে। এর পর আর দেরি করেনি ভারত।