যুবভারতীতে বিশৃঙ্খলা। হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে এক ঝলকও দেখতে দেখতে না পাওয়ার ক্ষোভ দর্শকদের। যত টুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাঁকে ঘিরে রাখেন কর্তা-মন্ত্রীনিরা এবং নিপত্তারক্ষীরা। এ দিকে মেসিকে ঘিরে সেলফি তুললেন ক্লাবকর্তারা। এর পরই মাঠে চরম বিশৃঙ্খলা। গ্যালারি থেকে বোতল ছোড়া হয়। উপড়ে ফেলা হল গ্যালারির আসন।