Mid Day Meal Workers

চাই ১২ মাসের রোজগার, উৎসব ভাতা এবং সামাজিক সুরক্ষা, আন্দোলনের পথে মিড ডে মিল কর্মীরা

২৯ ডিসেম্বর কনভেনশনের ডাক। রাজ্য এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেবেন মিড ডে মিল প্রকল্পের রন্ধন কর্মীরা।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:৪৬
Share:
Advertisement

বঞ্চনার বিরুদ্ধে এ বার সরব রাজ্যের মিড ডে মিল কর্মীরা। ১২ মাস কাজ করিয়ে ১০ মাসের বেতন নিতে বাধ্য করা, উৎসব ভাতা থেকে বঞ্চিত রাখা, ২০১৩ সালের পর থেকে দশ বছর এক পয়সাও বেতন বৃদ্ধি না হওয়া— দীর্ঘ বঞ্চনার ফিরিস্তি সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে রাজ্যের মিড ডে মিল প্রকল্পের রন্ধন কর্মীরা। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ইউনিয়ন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, অ্যাসোসিয়েশন অব মিড ডে মিল অ্যাসিস্ট্যান্টস (আম্মা) এবং পশ্চিমবঙ্গ স্বরোজগারী ও রাঁধুনী ইউনিয়ন মিলে মঙ্গলবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে নিজেদের দাবি তুলে ধরেন। আগামী ২৯ ডিসেম্বর তাঁরা একটি কনভেনশনের ডাক দিয়েছে। ১২ মাসের সুনিশ্চিত রোজগার, বেতন বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, প্রতিটি রন্ধন কর্মীর সামাজিক সুরক্ষা-সহ ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাবারের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধির মতো বিবিধ দাবিকে সামনে রেখেই রাজ্য এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কথা ভাবছেন তাঁরা। এরপর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবেন রন্ধন কর্মীরা। তার মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোনের পথে হাঁটবেন মিড ডে মিল প্রকল্পের রন্ধন কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement