বরুণ কুমার দাস এবং সুমিতা দাস। ষাটোর্ধ্ব বাঙালি দম্পতি, যাঁরা কলকাতায় যুদ্ধের মহড়া দেখেছেন। প্রত্যক্ষ করেছেন ভারত-চিন এবং ভারত-পাক যুদ্ধের সময়কার পরিস্থিতি। বরুণবাবু উত্তর কলকাতার মানুষ। সেখানেই বড় হওয়া, লেখাপড়া করা। জয়পুরিয়া কলেজের প্রাক্তনী দীর্ঘ দিন বেসরকারি সংস্থায় চাকরি। স্ত্রী সুমিতার লেখাপড়া মিশনারী স্কুল থেকে। বাড়ি টালায়। এখন তাঁদের সংসারে দুই পুত্র এবং একটি পোষ্য। থাকেন ডানলপে। তাঁদের স্মৃতিতে কলকাতায় যুদ্ধের মহড়া এখনও টাটকা। ভারত শেষবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে উনিশো একাত্তর সালে। ৫০ বছর পর দেশ ফের একবার যুদ্ধের মহড়ায়। বৃহস্পতিবার থেকে পাকিস্তান লাগোয়া একাধিক রাজ্যের একাধিক জেলায়, শহরে, গ্রামে চলবে অনুশীলন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় তিনটি ক্যাটাগরিতে দেশের ২৪৪টি জেলায় যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।