‘আমেরিকার মধ্যস্থতা মানি না, মানবও না’, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি প্রসঙ্গে ট্রাম্পকে বললেন মোদী

নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ। ৩৫ মিনিট কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৭:৫৪
Share:
Advertisement

কানাডা এসেও চলে গেলেন নির্ধারিত সময়ের আগে। আমেরিকায় ফিরে গিয়েই নরেন্দ্র মোদীকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। অপারেশেন সিঁদুরের পর এই প্রথম ফোনালাপ ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টের। ৩৫ মিনিট কথা বললেন দুই রাষ্ট্রপ্রধান। নরেন্দ্র মোদী জি৭ সম্মেলন শেষে যাবেন ক্রোয়েশিয়ায়। অপারেশন সিঁদুরের পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম ত্রিদেশীয় বিদেশ সফর। তার আগে মোদী-ট্রাম্প এই ফোনালাপ স্বাভাবিক ভাবেই ভূ-রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের অপেক্ষায়। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর একটা নাগাদ মধ্যাহ্নভোজে তাঁদের দেখা হওয়ার কথা। দ্য ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই আমেরিকা সফরে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে সাক্ষাৎ করবেন আসিম মুনির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement