পহেলগাওঁ জঙ্গিহানার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছিলেন। এ বার রাজধানীতে বিস্ফোরণ। তাতেও বাতিল হয়নি প্রধানমন্ত্রীর ভুটান যাত্রা। এমন একটা সময়ে মোদী থিম্পু গেলেন, যখন ভারতের বাকি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। কেন ভুটানের বন্ধুত্ব জরুরি ভারতের কাছে?