নিয়মিত টাকা জমা দিয়েছেন গ্রাহক। তবে জমা পড়েনি পোস্ট অফিসের খাতায়। ভুয়ো পাসবই ব্যবহার করে প্রতারণার অভিযোগ দায়ের যাদবপুর থানায়। ঘটনাটি ঘটেছে রিজেন্ট এস্টেট পোস্ট অফিসে। কেউ হারিয়েছেন ৫০ লক্ষ, কেউ সাড়ে তিন কোটি টাকা। প্রায় সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন অন্তত ৭০ জন গ্রাহক। তদন্তে নেমে ইতিমধ্যেই ভুয়ো এজেন্ট সিদ্ধার্থ করঞ্জায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।