পড়ুয়াদের দেশপ্রেমের পাঠ। সিলেবাসে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার জবাব। পাক-মদতপুষ্ট ধারাবাহিক সন্ত্রাসের উত্তর। ভারতীয় সেনার সাহসিকতার ইতিহাসই এ বার স্কুল-পাঠ্য। বিশেষ মডিউল প্রকাশ করে উদ্যোগ নিল NCERT। উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ড অবশ্য আগেই ঠিক করেছিল যে, ‘অপারেশন সিঁদুর’ থাকবে মাদ্রাসার সিলেবাসে।