জনসংখ্যা ২০ লক্ষের বেশি, দেশের এমন ১৯টি শহরের অপরাধের খতিয়ান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। প্রতি লাখে কলকাতায় অপরাধের ঘটনা ৮৬.৫টি। ২০২২ সালে যা ছিল ১০৩.৫টি। ধর্ষণ, নাবালিকার উপর যৌন নির্যাতন, শিশুদের সঙ্গে ঘটা অপরাধে দেশের বড় শহরগুলোর তালিকায় কলকাতা দশে। জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট অনুযায়ী দেশে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোহিমা এবং মুম্বই। চিন্তায় রাখার মতো পরিসংখ্যান দিল্লি, পটনা এবং কলকাতার।