নেপালে রাজতন্ত্রের অবসানের পর টানা পাঁচ বছর কোনও প্রধানমন্ত্রীই একটানা পদে থাকতে পারেননি। ঘুরিয়ে ফিরিয়ে হাতবদল হয়েছে ক্ষমতার। জোট রাজনীতির চক্রে প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন পুষ্প কমল দহল, মাধব কুমার নেপাল, ঝালানাথ খনাল, বাবুরাম ভট্টরাইয়ের মতো নেতারা। প্রজাতান্ত্রিক গণতন্ত্রে সব চেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী পদে থেকেছেন খড়্গ প্রসাদ শর্মা ওলি। তিনি পদত্যাগ করতেই ফের শূন্য নেপালের মসনদ।