বিক্ষোভ। বিদ্রোহ। স্পর্ধা। রোষের আগুন পেরিয়ে নতুন জন্ম নেপালের। পালাবদলের পর স্থিতাবস্থা। নতুন এই দিন আনতে যাঁরা প্রাণ দিলেন, সেই জেন জ়ি বিদ্রোহীদের শহিদের মর্যাদা দিতে চান নেপালের অন্তর্বতী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কী।
বুধবার, ১৭ সেপ্টেম্বর, নেপালে শহিদ-স্মরণ দিবস।