বিহারে ফের নীতীশ-ঝড়। বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের সরকার গঠনের পথে জেডিইউ। নীতীশের বিরুদ্ধে কোনও অভিযোগই ভোটবাক্সে প্রভাব ফেলতে পারল না। সত্তরের দশকের জেপি আন্দোলন থেকে রাজনৈতিক জীবনের শুরু। সেই নীতীশই পরবর্তী সময়ে বিহারের সবচেয়ে বড় সময়ের জন্য মুখ্যমন্ত্রী থেকেছেন। বিহার-জয়ের পর জেডিইউ বলছে, ‘টাইগার অভি জ়িন্দা হ্যায়’।