ডান হাতি ব্যাটার। অফ ব্রেক বল করতেন ডান হাতেই। রাজনীতির পিচে যদিও দক্ষিণপন্থী নন। বরং ভোটের বিহারে দক্ষিণপন্থী রাজনীতির সম্মিলিত শক্তির বিরুদ্ধে বিরোধী জোটের লড়াইয়ের নেতৃত্বে তিনিই।
তেজস্বী যাদব— বিহার নির্বাচনে এনডিএ বিরোধী মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে বেছে নিয়েছে তাঁকেই। আদৌ ‘চেঞ্জ মেকার’ হয়ে উঠতে পারবেন লালুপুত্র?