মেসিকে দেখতে চড়া দামেই টিকিট কেটেছিলেন ফুটবলপ্রেমীরা। শনিবার সকাল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল মেসিময়। তাল কাটল অনুষ্ঠানের সময়। নির্ধারিত সময়েই মাঠে নামেন মেসি। দর্শকের অভিযোগ, অনুষ্ঠানের আয়োজক ও মন্ত্রীরাই ঘিরে ছিলেন মেসিকে। অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পাননি দর্শক। এর পরই ক্ষুব্ধ দর্শকের ধৈর্যের বাঁধ ভাঙে। গোলমালের জেরে মেসিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনায় গ্রেফতার মেসি সফরের প্রধান উদ্যোক্তা। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।