পুতিন নয়, অবৈধ অনুপ্রবেশকারীরাই দেশের চিন্তার কারণ, সমাজ মাধ্যমে ট্রাম্পের এই বার্তার দিনেই অস্কার মঞ্চ থেকে অভিবাসীদের হয়ে জোর সওয়াল করলেন প্রথম ডমিনিকান বংশোদ্ভূত আমেরিকান অস্কার জয়ী জো সালদানা। সেই এক মঞ্চ থেকেই যুদ্ধে মৃত ইউক্রেনবাসীদের প্রতি কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী ড্যারেল হ্যানা।