বাংলা র্যাপে পর্দাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে চার নারী। বেপরোয়া পোশাক আর একরোখা ভঙ্গি। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিয়োটি ওটিটি সিরিজের প্রোমো। সিরিজ়ের নাম ‘কালিপটকা’। চার নারীর মধ্যে এক নারীর ভূমিকায় হিমিকা বোস। ভাইরাল টাইটেল ট্র্যাকে ৪ লড়াকু মেয়ের সাহসী গল্পের এক কন্যে তিনি।