২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। নিহতদের মধ্যে এক জন বাদ দিলে, সকলেই পর্যটক। তার পর থেকেই নিরাপত্তার অভাবে ভুগছে জম্মু-কাশ্মীর। সীমান্তের ও পার থেকে রোজ গোলাগুলি ছুড়ছে পাক বাহিনী। এ দেশেও জোরদার যুদ্ধের জিগির। সব মিলিয়ে জম্মু-কাশ্মীরকে আর নিরাপদ ভাবছেন না পর্যটকেরা। সরকারি নির্দেশে অনেক জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ। পর্যটন ব্যবসা মার খাওয়ায় কী বলছেন স্থানীয় দোকানদার, ট্যাক্সিচালকেরা?