২২ এপ্রিল জঙ্গিহানায় মারা যান ২৬ জন। তার পর থেকেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা-সহ একাধিক পর্যটন কেন্দ্র বন্ধ। পর্যটকেরা না আসায় প্রভাব পড়েছে স্থানীয় জনজীবন ও অর্থনীতিতে। জঙ্গি হামলার এক মাস পরও শুনশান পহেলগাঁও। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সাহায্য চান স্থানীয়েরা।