পহেলগাঁও নিয়ে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের! এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে পাক সেনার দাবি— ‘সিন্ধু মহড়ার অংশ হিসাবে পাকিস্তান ৪৫০ কিলোমিটার ব্যাপ্তির আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল। এটি একটি ভূতল থেকে ভূতলে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র।’
পহেলগাঁওয়ে নিরপরাধ ২৬ জনের মৃত্যুর পরই প্রত্যাঘাতে ভারত। প্রথম পদক্ষেপ, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত। এরপর, ভারতে অবস্থিত পাকিস্তানি পররাষ্ট্র পরামর্শদাতাকে ফেরত পাঠানো। পাক হাইকমিশনের বহর কমানো। পাকিস্তানকে ভারতের আকাশসীমা ব্যবহার না করতে দেওয়া। খুঁজে খুঁজে পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে তাড়ানো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ কম করে ষোলোটি ইউটিউব চ্যানেল বাতিল করা। এবং এখনও পর্যন্ত সর্বশেষ পদক্ষেপ, পাকিস্তানের সঙ্গে ভারতের সব রকমের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা। পাকিস্তানের কোনও পণ্য আর ভারতে আমদানি হবে না। সংযত পথেই পদক্ষেপ ভারতের।