Pakistan Train Hijack

পাকিস্তানে ট্রেন অপহরণ বালুচ বিদ্রোহীদের, পণবন্দি ১০০ জনের বেশি যাত্রী, নিহত ৬ সেনাকর্মী

পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস দখল করেছে বালুচ বিদ্রোহীরা। ট্রেনটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ২০:৪৪
Share:
Advertisement

বিএলএ-র তরফে দাবি করা হয়েছে, ১০০ জন যাত্রী তাদের হাতে পণবন্দি! বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, ‘‘পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রিবাহী ট্রেনটি অপহরণ করা হয়।’’ এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে তাঁর অভিযোগ। শাহিদ জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড়ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement