Rroad Safety

এক ফুটের ফুটপাতে প্রাণ হাতে পারাপার, আলিপুরের জিরাট সেতু সংস্কারের আশ্বাস প্রশাসনের

সেতুর স্বাস্থ্য খারাপ, তাই তৈরি হয়নি নতুন ফুটপাত। এক ফুট চওড়া ফুটপাত দিয়েই নিত্য ঝুঁকির পারাপার পথচারিদের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৮
Share:
Advertisement

আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে জিরাট সেতু। জাতীয় গ্রন্থাগারের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু, ভিক্টোরিয়া বা পিটিএস যাওয়ার সহজতম রাস্তা এই সেতুই। রোজ এই লোহার সেতু দিয়ে চলাচল করে বহু গাড়ি। হেঁটেও পার হন মানুষজন। পথচারিদের রোজই পুরনো এই সেতুর সরু ফুটপাত ধরে ঝুঁকির যাতায়াত। আশু প্রয়োজন চওড়া ফুটপাতের। কিন্তু, রাজ্য প্রশাসন সূত্রে খবর, সেতুর স্বাস্থ্য ভাল নয়, তাই নতুন ফুটপাতের ভার সামলাতে পারবে না। পুরনো সেতু ভেঙে নতুন কংক্রিটের ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। পাশেই ভারতীয় সেনার আবাসন। নতুন সেতু তৈরি করতে গেলে জমির প্রয়োজন। রাজ্য সরকার জানাচ্ছে, সেতু তৈরি করতে গেলে সেনার অধীনে থাকা কিছু জমি অধিগ্রহণ করতে হবে। এ বিষয়ে সেনার সঙ্গে আলোচনা চলছে বলে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement