Bikash Ranjan Bhattacharya
‘সুপ্রিম কোপ থেকে বাঁচতে দায়সারা বিজ্ঞপ্তি রাজ্যের, চাকরি না দেওয়ার অজুহাত’, বললেন আইনজীবী বিকাশ
এসএসসির-র ২০২৫ সালের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ মামলা দায়ের করেছেন।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:৪০
মামলা দায়েরের অনুমতি বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের। ৫ জুন মামলার শুনানি। এসএসসির ২০২৫-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ নতুন বিধিতে। নতুন নিয়োগ ব্যবস্থায় ‘অ্যাকাডেমিক পারফরম্যান্সের’ গুরুত্ব কমানো হয়েছে, দাবি মামলাকারীদের। ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ এই মামলা দায়ের করেছেন। মামলা করে কি আদৌ কোনও লাভ হবে, কী বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য?
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)