বাংলা বললেই ‘বাংলাদেশি’ বলে সন্দেহ। ভিন্রাজ্যে বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী সন্দেহে ধরপাকড় করছে পুলিশ। এমনকি সীমান্তের ও পারে বাংলাদেশে ‘পুশ ব্যাক’-এর ঘটনাও আদালতে নথিবদ্ধ হয়েছে। এরই মধ্যে মাস ঘুরতে না ঘুরতেই ফের বাংলায় প্রধানমন্ত্রী। ভোট চাইতে ভরসা সেই দুঃখিনী বাংলা বর্ণমালা। দমদমের বক্তৃতায় ৪০ মিনিটে অন্তত ১২ বার মোদীর মুখে আ মরি বাংলা ভাষা।