‘অপারেশন সিঁদুরে’র পর গুজরাতে মোদীর রোড শো। সোমবার বডোদরায় তাঁর রোড শোয়ে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। যে শহরে মেয়ের জন্ম, সেই শহরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে খুশি সোফিয়ার বাবা-মা। কর্নেল সোফিয়া কুরেশি। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুর অভিযানের বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে বিবৃত করার দায়িত্বে ছিলেন উইং কমান্ড ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি।