কড়া পণ্ডিতমশাই। ‘কুল’ স্যার। ‘ফাইট কোনি ফাইট’। কিংবা ‘চক্ দে’। শিরদাঁড়া সোজা। কখনও একটু মজার মানুষ। অভিভাবক এবং বন্ধু। সিনে-সংসারের মাস্টামশাই তাঁরা। দর্শকের আপনজন। পর্দা পেরিয়ে তাঁরা মিশে গিয়েছেন বাঙালির জীবনেও।