কম্পিউটার যুগে ব্যবহার কমছে হালখাতার, দাবি ব্যবসায়ীদের।
নববর্ষের প্রাক্কালে হালখাতা থেকে পঞ্জিকা, বাজার কেমন?
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৪:৩৮
Share:
Advertisement
বাঙালির নতুন বছর নতুন ভাবে শুরু হয় লাল শালু মোড়া হালখাতায় সিঁদুর-হলুদের দাগে। কম্পিউটার যুগে ব্যবহার কমছে হালখাতার, দাবি ব্যবসায়ীদের। হালখাতার হাল জানতে বড়বাজার এলাকায় খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।