পর্দায় তাঁর রোমান্সের সাম্রাজ্য। তবে দরকার পড়লে মাটির পৃথিবীতে নেমে আসেন বলিউড আকাশের সবচেয়ে উঁচু তারা। পঞ্জাবে বন্যা। তাই নিজেকে আর পর্দার নায়কের ইমেজে বেঁধে রাখেননি। ত্রাণের কাজে নামলেন কিং খান।