রাধিকা যাদবের মৃত্যু এই সমাজের বুকের গভীর ক্ষতটিও স্পষ্ট করে দিল।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:৪৭
Share:
Advertisement
রাধিকা যাদব। বছর পঁচিশ বয়স, প্রতিশ্রুতিমান অ্যাথলিট। হরিয়ানার অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। রাধিকার জীবনে সাফল্য এসেছিল, সঙ্গে এসেছিল অর্থ আর খ্যাতি। তাঁর মৃত্যু অনেকগুলো প্রশ্নেই সামনেই দাঁড় করায় পিতৃতান্ত্রিক সমাজকে।