বিহার ভোটের আগে ‘হরিয়ানা ফাইলস’ খুললেন রাহুল গান্ধী। অভিযোগ চুরি হয়েছে অন্তত ২৫ লক্ষ ভোট। ছবি-সহ দেখালেন ব্রাজ়িলের মডেল হরিয়ানার ১০টি বুথে ভোট দিয়েছেন ২২ বার। ভুয়ো ভোটার ছাড়াও একাধিক বিষয়ে আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকে। বিরোধী নেতা হিসাবে এই বাস্তবতা তুলে ধরাই তাঁর কর্তব্য বলে জানাতে ভোলেননি রাহুল। তরুণ প্রজন্মকে নির্দিষ্ট করেই পরিস্থিতি বদলের ডাক দিয়েছেন তিনি। বিহার ভোটের ঠিক আগে রাহুলের এই ‘বোমা’ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।