Rahul Gandhi

‘সাংসদ’ রাহুল ফিরলেন লোকসভায়, উৎসবের মেজাজে ‘ইন্ডিয়া’

সুরাত আদালতের রায়ের ফলে সাংসদ পদ খারিজ হয়েছিল গত মার্চের শেষে। চার মাস বাদে ফের সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।

আনন্দবাজার অনলাইন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৭:৫৪
Share:
Advertisement

মোদী পদবী অবমাননা মামলায় সুরাত আদালতের রায়ের উপর গত শুক্রবার স্থগিতাদেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তার পরেই প্রশ্ন উঠেছিল এ বারে কি তা হলে সাংসদ পদ ফিরে পেতে চলেছেন রাহুল গান্ধী? সোমবার সকালেই লোকসভার স্পিকার ওম বিড়লার সচিবালয় কর্ণাটকের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের পদ ফেরানোর নোটিস দেয়। দুপুর ১২টার একটু আগেই সংসদ ভবনে পৌঁছে যান রাহুল গান্ধী। সংসদ ভবনের গাড়িবারান্দার নীচে তখন অপেক্ষা করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, পি চিদাম্বরম ও ‘ইন্ডিয়া’ জোটের অন্য সাংসদেরা। এর আগেই অবশ্য ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে ঢোল-নাকাড়া বাজিয়ে উৎসবে মেতেছেন কংগ্রেস সমর্থকেরা। সংসদে বিরোধীদের কক্ষে একে অপরকে মিষ্টিমুখ করাতে ব্যস্ত ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা। অবশেষে ১৩৬ দিন বাদে সংসদে ফিরলেন রাহুল গান্ধী। ১২টা বাজার মিনিট দশেক আগেই সাদা শার্ট ও কালো ট্রাউজার্স পরে সংসদ চত্বরে প্রবেশ করেন তিনি। গান্ধীমূর্তিতে মালা দেন, তার পরে মা সোনিয়ার সঙ্গে ঢুকে যান সংসদ ভবনের ভিতরে। রাহুলের প্রত্যাবর্তনে প্রতিবাদ জানান শাসকদলের সাংসদেরা। তাঁকে উদ্দেশ করে স্লোগান ওঠে ট্রেজ়ারি বেঞ্চ থেকে। তুমুল হট্টগোলের ফলে স্থগিত হয়ে যায় লোকসভার বাদল অধিবেশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement