খুনের শাস্তি এড়াতে পরস্পরকে দুষছেন সোনম এবং তাঁর প্রেমিক রাজ। অথচ এই রাজকে ভালবেসেই স্বামী রাজা রঘুবংশীকে খুন। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মেরে ফেলার চক্রান্ত। পুলিশি জেরার মুখে সোনম এবং রাজের সেই সম্পর্কেই এখন চরম টানাপড়েন। খুনের দায় এড়াতে চাইছেন দু’জনেই।