২৩ এপ্রিল পহেলগাঁও আবহে পাক সেনার হাতে আটক হন ভারতের জওয়ান পুর্ণম সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জারসের হাতে বন্দি হন তিনি। তারপর থেকেই রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা আর উদ্বেগ। জওয়ানের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা, বাড়িতে বৃদ্ধ বাবা মা ও সাত বছরের সন্তান রয়েছে। তাই স্বামীর খোঁজ নিতে তাঁর কর্মস্থল পাঠানকোটে পৌঁছে গিয়েছিলেন তার স্ত্রী।