আবহাওয়ার অজুহাতে কলকাতা থেকে সরেছে ফাইনাল। ৩ জুন চলতি আইপিএলের ফয়সলা হবে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সম্ভাবনা প্রবল বৃষ্টিপাতের। নির্ধারিত দিনে খেলা শেষ করতে হাতে আছে অতিরিক্ত ২ ঘণ্টা। রয়েছে রিজার্ভ ডে। তারপরও বরুণদেব সদয় না হলে এ বারও চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হবে বেঙ্গালুরু। হতাশ হবেন বিরাট কোহলি। নিয়ম অনুযায়ী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে গ্রুব পর্বের শীর্ষ দল হিসেবে ট্রফি জিতবে প্রীতি জিন্টার পঞ্জাব।