বিহারে পরিবর্তনের ডাক দিয়েছিল মহাগঠবন্ধন। অন্য দিকে এনডিএ-র বিহার অভিযানে সামনে ছিল মোদী-ম্যাজিক। তবে রাহুল-তেজস্বীকে লড়তে হয়েছে নীতীশ কুমারের অতীতের সঙ্গেও। রাজনৈতিক সমঝোতায় নীতীশ এখন যে পথই ধরুন না কেন, সুশাসক হিসাবে বিহারবাসীর কাছে এখনও তাঁর কদর যথেষ্ট। বর্তমানেও মহিলাদের স্বনির্ভরতার উপর জোর দিয়েছিলেন নীতীশ। নীতীশের সেই পুঁজির সামনেই কি দেউলিয়া হল রাহুল-তেজস্বীর যাবতীয় প্রতিশ্রুতি?