ভাঙাচোরা খণ্ডহর চেহারা। জীবন থমকিয়ে গিয়েছে। মাটির নীচে মেট্রোর গতি। উপরে খাঁ খাঁ করছে একটা পাড়া।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৩৬
Share:
Advertisement
শিয়ালদহ থেকে হাওড়া। মেট্রো পরিষেবা চালু। পুজোর আগে কলকাতার মানুষের কাছে বড় উপহার। তবে সেই আনন্দে শরিক হতে পারল না দুর্গা পিতুরি আর শাঁখারি পাড়া লেনের মানুষেরা।