চ্যাম্প থেকে বিনোদিনী। এ’পর্যন্ত ঝুলিতে ১৩ টি ছবি। মুক্তির অপেক্ষায় আরও দু’টি। বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে বলিউডেও কাজ করে ফেলেছেন। এর পরেও তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তিনি রুক্মিণী মৈত্র। দেবের বিশেষ বন্ধু বলেই নাকি তাঁর এই উত্থান। নিজের স্কুল কার্মেলে কনভেন্টে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি অভিনেত্রী। উত্তর দিলেন সমস্ত অভিযোগের।