‘কথা’ ধারাবাহিকে নতুন মোড়। বিস্ফোরণে কথার মৃত্যুর পর, নিজেকে একেবারে বদলে ফেলেছেন এভি। মানতেই পারছেন না তাঁর কথা আর নেই। অন্যদিকে সুস্মিতা ফিরেছেন নতুন রূপে, বুলির চরিত্রে। যাঁর সাজগোজ, পোশাক, কথা বলা, চলা ফেরার ধরণ সবটাই কথার থেকে আলাদা। আর এই চরিত্রটি যতটা প্রাণবন্ত, এভির চরিত্র এখন ততটাই কঠিন। তাই শুটিংয়ের সময় একে অপরের সঙ্গে কথা প্রায় বন্ধ করে রেখেছেন দুজনে।