ধারাবাহিকের সংসারে সেরার সেরা পরিবার হওয়ার লড়াই। আর সেই লড়াইয়ে সম্মুখ সমরে কথা, গীতার পরিবার। তাদের জোর টক্কর দিচ্ছে ‘তেঁতুলপাতা’। টিআরপি থেকে নাচের মঞ্চ জমজমাট প্রতিযোগিতা। সাহেব-সুস্মিতার কাছে তাঁরাই সেরা জুটি। বাকিরা অবশ্য শুটিং ঘিরে মজা উপভোগ করতেই বেশি ব্যস্ত।