খাবার খেতে গেলে ব্যথা, মুখে জল লাগলেও ব্যথা, কোন জটিল রোগে আক্রান্ত সলমন খান
স্নায়ুর জটিল রোগে আক্রান্ত সলমন খান। এই অসুখকে কেন বলা হয় ‘সুইসাইড ডিজ়িজ়’?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:১৭
Share:
Advertisement
জটিল অসুখ। সলমন নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম, এভি ম্যালফরমেশনের মতো রোগে আক্রান্ত। বহু বছর ধরে ভুগছেন। এক টেলিভিশন শোয়ে নিজের অসুখের কথা বলেন সলমন।