‘কহানি’র বব বিশ্বাস বা ‘ভূতের ভবিষ্যৎ’-এর হাতকাটা কার্তিক, দুষ্টু লোকের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের কাছে সেরা হয়ে থেকেছে। যদিও রিয়েল লাইফে রসিক, হাসিখুশি এবং পজ়িটিভ এক মানুষ শাশ্বত চট্টোপাধ্যায়। কখনও কখনও তাঁর অভিনীত খলনায়কের চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেই নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি পর্যন্ত তৈরি হয়েছে। কিছু দিন আগে ‘কল্কি’ ছবিতে দক্ষিণী সুপারস্টারদের পাশাপাশি তাঁকেও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন সিনেপ্রেমীরা। ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ের বাঘা ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখোমুখি আনন্দবাজার ডট কম।