বৈসরনে সন্ত্রাস হামলা স্তব্ধ করেছিল কাশ্মীরকে। রক্তাক্ত হয়েছিল পর্যটকদের প্রিয় ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’। অপারেশন সিঁদুরের পর আপাতত সংঘর্ষবিরতি। তা নিয়ে রাজনৈতিক চাপানউতর এখনও চলছে। তবে সে সব ভুলেই যেন প্রকৃতি সেজেছে নতুন সাজে। ইতিমধ্যে বৈসরনে গন্ডোলা প্রকল্পে ছাড়পত্রও দিয়েছে এনআইএ। ভয় কাটিয়ে পর্যটকেরা ফিরবেন বলেই আশাবাদী কাশ্মীরের মানুষ।