বঙ্গদেশে প্রথম মূর্তি গড়ে কালীর পুজো। চারশো বছর আগে নদিয়ার নবদ্বীপে যার সূচনা করেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগামবাগীশ। নিজে শক্তির উপাসক হলেও কৃষ্ণানন্দ কালীর পুজো করেছেন বৈষ্ণব মতে। কৃষ্ণানন্দের নিজের এই পুজো এখন পরিচিত আগমেশ্বরী কালী নামে। শান্তিপুরে এই একই নামে আরও একটি পুজো হয়।