চাহিদা বাড়তেই ঊর্ধ্বমুখী দাম। মধ্যবিত্তের কাছে সোনা এখন স্বপ্ন! যুদ্ধের আবহ। অস্থিরতা। আমেরিকায় শাটডাউন। তার উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি টালমাটাল। বেকায়দায় অর্থনীতি। প্রভাব ভারতে। একটা সময় ছিল যখন ভারতে দশ গ্রাম সোনার দাম ছিল একশো টাকারও কম। হলুদ ধাতুর সেই সোনালি দিন এখন অতীত। ২০০১ সাল থেকে সোনার দাম প্রতি বছর বেড়েছে কমবেশি ১৫ শতাংশ। চলতি মাসেই যেমন দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে।
কোভিডের পর থেকেই যুদ্ধে জড়িয়ে রাশিয়া আর ইউক্রেন। যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। ঝুঁকিপূর্ণ অবস্থানে ডলারও! স্বাভাবিক কারণেই বড় বিনিয়োগকারীদের কাছে ‘নিরাপদ স্বর্গ’ এখন সোনা। সামনে ধনতেরস। দুয়ারে কড়া নাড়ছে বিয়ের মরসুম। কী করবে আমজনতা?