কম করে ১৪০০ জনের মৃত্যু। জখম অন্তত ২৫ হাজার। ২০২৪ সালের জুলাইয়ে টানা ৩৬ দিনের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে রায় ঘোষণা। ১৭ নভেম্বর, ২০২৫, আন্তর্জাতিক ট্রাইবুনালে ৪৫৩ পাতার রায় ঘোষণা করলেন বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী। মৃত্যুদণ্ডের নির্দেশ। সর্বোচ্চ সাজা দেওয়া হল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। দোষ কবুল, তদন্তে সহযোগিতা এবং ট্রাইবুনাল ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল-মামুন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সমান দোষী বাংলাদেশ পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেলকে পাঁচ বছরের কারাদণ্ড দিল আদালত।