সংসার চালাতেই দিল্লি যাওয়া। ফ্ল্যাটবাড়িতে কাজ করে দিন গুজরান। আর সেই দিল্লি যেতে চান না সুনালী বিবি। দিল্লির ঝুপড়ি থেকেই এক রাতে তাঁর স্বামীকে ‘বাংলাদেশি’ বলে আটক করেছিল পুলিশ। তার পর সুনালী, তাঁর স্বামী আর তাঁদের আট বছরের সন্তানকে অবৈধ ভাবে বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত সরকার। অনেক আইনি লড়াইয়ের পর সন্তানকে নিয়ে ভারতে ফিরে আসতে পেরেছেন সুনালী। তাঁর স্বামীর এখনও ফেরা হয়নি।