১৯ মে বিয়ে করেন রাজা-সোনম। মেঘালয়ে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। ২৩ মে হোম স্টের সিসিটিভি ফুটেজে শেষবার দেখতে পাওয়া যায় যুগলকে। ১১ দিন পর মেলে রাজার দেহ। অবশেষে ১৭ দিন পর খোঁজ পাওয়া গেল সোনমের। পুলিশের দাবি, পুরনো প্রেমিকের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন করেন সোনম।