আসছে নতুন দল। নাম নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও ঘোষণা না হলেও চলতি ফেব্রুয়ারিতেই স্বতন্ত্র রাজনৈতিক দলের জন্ম দিতে চলেছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। প্রথম আলো, দ্য বিজ়নেস স্ট্যান্ডার্ড এবং বিবিসি বাংলার মতো বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, নতুন রাজনৈতিক দলের জন্মস্থান হতে চলেছে ঢাকার মানিক মিঁয়া এভিনিউ। ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ সম্ভবত প্রতিষ্ঠা দিবস।