Indian Rail

দূরপাল্লার ট্রেনে সফর করছেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, কী করবেন? কাকে জানাবেন?

দূরপাল্লার ট্রেন হোক কিংবা রাজধানী, বন্দে-ভারতের মত প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত পরিষেবার কী বন্দোবস্ত?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:০৬
Share:
Advertisement

পুরী-হাওড়া বন্দে ভারতে সফর করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হিমাদ্রী ভৌমিক। দুপুর ১টা নাগাদ ট্রেনটি কটকে পৌঁছয়। ওই স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ট্রেনের মধ্যে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন সি-২ কামরার এক যাত্রী। যাত্রীদের মতে, বিষয়টি ট্রেন ম্যানেজারকে সঙ্গে সঙ্গে জানানো হয়। ভুবনেশ্বর স্টেশন থেকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যাত্রীদের একাংশের অভিযোগ রেল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু। রেল সফরে হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করবেন জানাচ্ছেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement