২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে চার থেকে পাঁচ শতাংশ ভোট বৃদ্ধির লক্ষ্য রাজ্য বিজেপির-র সামনে বেঁধে দিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। মোদী-শাহ-নড্ডা কি সেই দায়িত্ব ফের এক বার তুলে দেবেন দিলীপ ঘোষের কাঁধে? মমতার সঙ্গে দিঘায় সাক্ষাতের পর দল বদলের সম্ভাবনাও জোরালল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দিলীপ যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।