৫৪ বছর আগের কথা। আলাদা আলাদা করে তিনটি রথ তৈরি করা হয়। সেই রথে বোয়িং-৭৪৭ যাত্রীবাহী বিমানের চাকা লাগানো হয়। পাঁচ দশক ধরে সেই চাকা গড়িয়েছে বারবার। সময়ের নিয়মে চাকা গুলি আজ অনেক পুরনো। পুরনোকে ফেলে এ বার নতুন চাকার সন্ধান। রথে লাগানো হয়েছে চতুর্থ প্রজন্মের ফাইটার জেট সুখোই ৩০-এর টায়ার।